শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ অগ্রাহায়ণ ১৬ ১৪৩০ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
পাবনার খবর
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২
হিমালয়ের ৬ হাজার ৩৩২ মিটার উঁচু ডোলমা খাং পর্বতচূড়া জয় করেছেন পর্বতারোহী শায়লা বিথী। তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে দুর্গম এ পর্বতচূড়ায় পা রাখেন। গত শনিবার সকাল ৮টা ২০ মিনিটে পর্বতচূড়ায় পৌঁছান তিনি। গতকাল রবিবার পর্বত থেকে সফলভাবে নেমে মোবাইল ফোনে নেপাল থেকে এ তথ্য জানিয়েছেন শায়লা বিথী।
এবারের অভিযানের শিরোনাম ছিল: ‘দ্য ডোলমা খাং চ্যালেঞ্জ : ফিচার শায়লা বিথী অ্যান্ড জেডএম অ্যাকুয়াবোম্ব। অভিযানটির পৃষ্ঠপোষকতা করেছে জেড এম অ্যাকুয়াবোম্ব এবং বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর ডটকম।
জানা যায়, গত ২৯ অক্টোবর অভিযানের জন্য ঢাকা থেকে বিমানযোগে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেন। ৩১ অক্টোবর কাঠমান্ডু থেকে ডোলমা খাংয়ের উদ্দেশে রওনা হন শায়লা বিথী। শায়লা বিথী জানান, কাঠমান্ডু ফিরতে আরও এক-দুদিন লেগে যাবে। এরপর সেখান থেকে দেশে ফিরবেন তিনি।
শায়লা বিথীর অভিজ্ঞতায় রয়েছে নয়টি পর্বতাভিযান। তিনি গত বছরের অক্টোবরে হিমালয়ের ৬ হাজার ১৮৯ মিটার উঁচু আইল্যান্ড পর্বতচূড়া জয় করেন।
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়