ব্রেকিং:
রূপপুরে এলো আরেকটি গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পাবনায় ভাতিজার ছুরিকাঘাত চাচা খুন ঈশ্বরদীতে সর্বোচ্চ বৃষ্টি, জলাবদ্ধতা চাটমোহরে জমি নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা পাবনায় ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১ ঈশ্বরদীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ: বাড়ি ও অফিস ভাংচুর ঈশ্বরদীতে আওয়ামী লীগের ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৪ ১৪৩১   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পাবনার খবর
সর্বশেষ:
রূপপুরে এলো আরেকটি গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পাবনায় ভাতিজার ছুরিকাঘাত চাচা খুন ঈশ্বরদীতে সর্বোচ্চ বৃষ্টি, জলাবদ্ধতা চাটমোহরে জমি নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা পাবনায় ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১ ঈশ্বরদীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ: বাড়ি ও অফিস ভাংচুর ঈশ্বরদীতে আওয়ামী লীগের ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
৭৭

সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই: ববি হাজ্জাজ

পাবনার খবর

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪  

প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘গত ১৫ বছর জনগণ তাদের মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। মনে রাখতে হবে, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দীর্ঘদিনের জনপ্রত্যাশা। আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চাই।’

শনিবার  (১০ আগস্ট ) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত শিশুকল্যাণ পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এনডিএমের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলন নেতাদের যৌথ সভা শেষে এ কথা বলেন ববি হাজ্জাজ।

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান আমাদের জন্য এক নতুন বাংলাদেশ বিনির্মাণের অবারিত সুযোগ। আমরা এই আন্দোলনে চালানো গণহত্যাসহ স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে ঘটে যাওয়া প্রতিটি অন্যায় হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি এবং লুটপাটের বিচার চাই৷ তবে একইসাথে শাসনকার্যে জনগণ তাঁদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারছে সেটারও নিশ্চয়তা চাই।’

ববি হাজ্জাজ বলেন, ‘সাংবিধানিক শূন্যতা পূরণে এবং রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের প্রধান দায়িত্ব হলো নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা৷ সেজন্য প্রশাসনিক সংস্কার জরুরি। অনতিবিলম্বে নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকারের বর্তমান জনপ্রতিনিধিদের পরিবর্তে প্রশাসক নিয়োগ দিতে হবে৷ একইসঙ্গে মাঠপর্যায়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক বিভাগকে কর্মস্থলে যোগদানের কড়া নির্দেশ প্রদান করতে হবে।’

ববি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার অন্যতম অংশীজন রাজনৈতিক দলগুলোর সাথে একটি অর্থপূর্ণ সংলাপ আয়োজনের মাধ্যমে রাষ্ট্রীয় সংষ্কার এবং নির্বাচনের রোডম্যাপ তৈরি করা জরুরি৷ দেশে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করতে স্থিতিশীল সরকার ব্যবস্থার কোন বিকল্প নেই।’

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা বর্তমান সরকারের প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করে বলতে চাই, ফ্যাসিবাদের প্রেতাত্মাদের কোন ছায়া যেন আপনাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেব্যাপারে সজাগ থাকতে হবে৷ আগামীতে রাষ্ট্রের শাসনকার্যে ছাত্র-জনতা সকলের অংশগ্রহণ যেন নিশ্চিত হয় সেজন্য আমাদের দল কাজ করে যাচ্ছে।’

এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় এতে আরও ছিলেন উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনিসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতারা।

পাবনার খবর