শনিবার ১০ জুন ২০২৩ জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০ ২১ জ্বিলকদ ১৪৪৪
পাবনার খবর
প্রকাশিত: ২০ মে ২০২৩
পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে পরিবারের মধ্যে প্যাকেজ অনুদান হিসেবে ভেড়া বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার(১৮মে)দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব)মো.মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক মিয়া। উল্লেখ্য,২৩টি পরিবারকে ১টি করে হাঁসের ঘর এবং ১৮টি পরিবারকে ২টি করে ভেড়া প্রদান করা হয়।
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়