সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ অগ্রাহায়ণ ১৯ ১৪৩০ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫
পাবনার খবর
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩
গত ২৬ আগস্ট সলভার গ্রিনের প্রোগ্রামিং কনটেস্ট ও রোবটিকস ওয়ার্কশপ সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন জানান, তারা ইউজিসির কাছে ১১টা ডিপার্টমেন্ট চেয়েছেন। সেটার মধ্যে ছিল রোবটিকসও।
সেই ধারাবাহিকতায় এবার পাবিপ্রবিতে রোবটিকস বিভাগ চালুর ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিকস ল্যাবরেটরির উদ্বোধন হওয়ার পর থেকেই রোবট ঘিরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে পাবিপ্রবি।
সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানে ‘নাও-সিক্স’ নামের একটি রোবটের প্রদর্শনীও হয়। ওটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (এআই) দ্বারা চালিত। এতে প্রাথমিকভাবে থ্রিডি প্রিন্টার, জিপিইউ সংযোজন করা হয়েছে। ‘নাও-সিক্স’ নিয়ে শুরু হয়েছে রোবটিকস ও এআই নিয়ে উচ্চতর গবেষণা।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি ড. আবদুর রহিম জানান, রোবটটিকে প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামিং করে বিভিন্ন গবেষণামূলক কাজ, কারখানা ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যাবে। আমরা এর সম্ভাবনাটাকে মূলত কাজে লাগাতে কাজ করছি। প্রাথমিকভাবে আমরা অটিজম আক্রান্ত শিশুদের সঙ্গী হিসেবে এর সম্ভাব্যতা যাচাই করার পরিকল্পনা হাতে নিয়েছি।
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়