রোববার ১১ জুন ২০২৩ জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০ ২২ জ্বিলকদ ১৪৪৪
পাবনার খবর
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২
দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের নব-নিযুক্ত উপাধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় নব-নিযুক্ত উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওয়ালিউর রহমানের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদা খাতুন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের অবসরোত্তর ছুটিতে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের পরিবারের সদস্যসহ রাজশাহী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এবং বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত ও বর্তমান কর্মরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রফেসর মোহা. আব্দুল খালেক বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমানকে অভিনন্দন জানান।
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়