সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ আশ্বিন ১০ ১৪৩০ ১০ রবিউল আউয়াল ১৪৪৫
পাবনার খবর
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২
আজ ১৫ আগস্ট পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এ দিন দিবসটিকে কেন্দ্র করে সকাল ১০টায় পাবনার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও গভীর শ্রদ্ধায় জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন অফিস-আদালত, রাজনৈতিক, ব্যবসায়িক ও নানা সংগঠনের নেতা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ব¡াবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা, আঞ্চলিক পাসপোর্ট অফিস পাবনা জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপপরিচালক ও সদর উপজেলা কৃষি অফিসারসহ অন্যান্য কর্মকর্তা, পাবনা টিটিসির অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক-কর্মচারী, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও অন্য শিক্ষক-কর্মচারী, পাবনা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক-কর্মচারী।
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়