শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ অগ্রাহায়ণ ১৬ ১৪৩০ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
পাবনার খবর
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২
পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে মদিনা খাতুন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কৈডাঙ্গা চরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের আবদুল মোমিন মোল্লার মেয়ে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৩ টার দিকে শিশু মদিনা বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করছিল।এসময় তার মা সীমা খাতুন বাড়ির ভেতরে কাজ করছিলেনে। কিছুক্ষণ পর বাড়ির বাইরে দেখেন মদিনা সেখানে নেই।
মেয়েকে দেখতে না পেয়ে সবাই মিলে অনেক খোঁজাখুজি শুরু করে। পরে বিকেলে বাড়ির পাশের পুকুরের কচুরিপানার মধ্যে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান।এসময় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাগর হোসেন বলেন, বাড়ির উঠানে খেলা করার সময় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।’
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়