শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ আশ্বিন ৬ ১৪৩০ ০৭ রবিউল আউয়াল ১৪৪৫
পাবনার খবর
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩
পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পার-ভাঙ্গুড়া কবরস্থানের পাশে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রানা আহমেদ (৪৫), মাহফুজুল ইসলাম (৩৫) ও নয়ন আলী (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পার-ভাঙ্গুড়া কবরস্থানের পাশে ফাকা জায়গায় জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে ৩ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়াড়িদের খেলায় ব্যবহৃত ১০৪ টি তাস, নগদ ৫ হাজার ৫০০ টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম একুশে সংবাদ.কমকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে থানা-পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়