সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ আশ্বিন ১০ ১৪৩০ ১০ রবিউল আউয়াল ১৪৪৫
পাবনার খবর
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২
দীর্ঘ ৪৭ বছর ইমামতি শেষে হাটুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমামকে রাজকীয় ভাবে বিদায় সংবর্ধনা জানিয়েছে হাটুরিয়া গ্রামবাসি।
এই রাজকীয় কায়দায় ইমামকে বিদায় জানানোর ঘটনা ঘটেছে পাবনা বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামে। হাটুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মোঃ নুরুল আমিন আনসারী ৪৭ বছর যাবত সুনামের সহিত ইমামতি করেছেন এই জামে মসজিদে। আর তিনি খুব সুন্দরভাবে দীর্ঘদিন যাবত তার দায়িত্ব পালন করায় গ্রামবাসির কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন।
আর তাই তার বিদায়ের বেলায় তাকে শুক্রবার (২ই সেপ্টেম্বর) বাদ জুম্মা শেষে গ্রামের হাজার হাজার মানুষ একত্র হয়ে অসংখ্য ফুলের মালা পড়িয়ে অগন্তি উপহার দিয়ে মো: নুরুল আমিন আনসারীকে রাজকীয় কায়দায় বিদায় দেন হাটুরিয়া বাসি।
এ সময় এলাকার চেয়ারম্যানের উপস্থিতিতে প্রিয় ইমামের বিদায়ের বেলায় গ্রামের সকল নারী পুরুষের মধ্যে আবেগঘন পরিবেশের তৈরি হয়।
আর বিদায় নেওয়ার বেলায় ইমাম নিজেও আবেগপ্রবণ হয়ে ওঠেন। দীর্ঘ ৪৭ বছর পর জনপ্রিয় এই ইমামকে বিদায়ের সময় বক্তব্যে রাখেন হাটুরিয়া নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হামিদ সরকার,মসজিদ কমিটির সভাপতি মোঃ আবু জাফর মোল্লা, সেক্রেটারি মোঃ রেজাউল প্রামানিকসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গরা।
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়