শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ অগ্রাহায়ণ ১৬ ১৪৩০ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
পাবনার খবর
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২
পাবনায় মাদক মামলায় আজমত খাঁ (৪১) নামে এক ব্যক্তিকে তিন বছরের সাজা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আজমত খাঁ সদর উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর মধ্যপাড়ার মৃত হাকিমুদ্দিন খাঁর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ জুলাই রঘুনাথপুর মধ্যপাড়ায় আজমত খাঁর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় অধিদপপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে আতাইকুলা থানায় মাদক আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আব্দুর রহমান আজমত খাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালতের বিচারক অভিযুক্ত আজমত খাঁকে তিন বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন দেওয়ান মজনুল হক। আসামিপক্ষে ছিলেন আরিফ হাসান।
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়