সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ অগ্রাহায়ণ ১৯ ১৪৩০ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫
পাবনার খবর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩
পাবনার আটঘরিয়ায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো দশদিনব্যাপী গ্রামবাংলার ঐহিত্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে প্রতিবারের মতো এবারও উপজেলার গোড়রী গ্রামের চিকনাই নদীতে ১১ সেপ্টেম্বর শুরু হয়েছিল এই নৌকাবাইচ প্রতিযোগিতা।
গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পডর্যায়ে অংশ নেয় চারটি নৌকাবাইচ দল। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আটঘরিয়ার চান্দাই জনতা এক্সপ্রেস।
ফরিদপুরের নিউ শেরে বাংলা দ্বিতীয় স্থান, একই এলাকার হাদল দুরন্ত এক্সপ্রেস তৃতীয় হয়েছে এবং মৌদ স্বাধীন বাংলা ৪র্থ স্থান অধিকার করে। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রত্যেক দলকে পুরস্কার হিসেবে গরু প্রদান করা হয়।
চ্যাম্পিয়ন দলকে দেড় লাখ টাকা মূল্যের একটি গরু, দ্বিতীয় স্থান অধিকারী দলকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের গরু, তৃতীয় স্থান অধিকারী দলকে এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের এবং চতুর্থ স্থান অধিকারী দলকে এক লাখ টাকা মূল্যের একটি গরু পুরস্কার দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলকে সান্ত¦না পুরস্কার একটি করে এলইডি টিভি দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপণিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি ও আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, ভাড়ারা ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাইদ খানI ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, । স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং রুচির সৌজন্যে এ বছরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়