সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ আশ্বিন ১০ ১৪৩০ ১০ রবিউল আউয়াল ১৪৪৫
পাবনার খবর
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২
পাবনার ঈশ্বরদীতে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মেহেদী গ্রেপ্তারের খবর পেয়ে দলের নেতা-কর্মীরা গতকাল দুপুর থেকে শহরের রেলগেট ও থানার সামনে ভিড় জমায় এবং তাঁর মুক্তির দাবি করেন। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদীর বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘সবগুলো মামলায় মেহেদী জামিনে রয়েছেন। তবে জেলার আমিনপুর থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।’
pabnasamachar.com
সর্বশেষ
জনপ্রিয়